‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’ এই স্লোগানে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কুড়িগ্রামে প্রথম বারের মত জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসকের উদগিরণ মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জীবন বীমা করপোরেশেনর সহকারী ম্যানেজার ইনচার্জ আব্দুল জলিল, ডিএম ইনচার্জ মো. মোজাম্মেল হক, ডিএম গোলাম হাবিব মিয়া, আমিনুল ইসলাম, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কুড়িগ্রাম জোনাল হেড আবুল কালাম আজাদ, জীবন বীমা করপোরেশেনর ম্যানেজার আয়ুবুজ্জামান তোকদার প্রমুখ।
এছাড়া জীবন বীমা করপোরেন, সাধারণ বীমা, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কম্পানি লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তরা সাধারণ মানুষের উদ্দেশে বীমা করার সুফলের বিষয়ে ধারণা দেন এবং সকলকে বীমা করার জন্য আহবান জানান।
বিডি প্রতিদিন/আল আমীন