জাতীয় বীমা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে নীলফামারীতে র্যালি ও সমাবেশ হয়েছে। আজ রবিবার দুপুরে শিল্পকলা অডিটোরিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আজাহারুল ইসলামের সভাপতিত্বে লাইফ ইন্সুরেন্স প্রতিনিধিদের মধ্যে পপুলার লাইফ ইন্সুরেন্স'র মহাব্যবস্থাপক রনজিৎ কুমার ঘোষ বক্তব্য দেন।
অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে বীমা ভুমিকা’-বিষয়ক রচনা প্রতিযোগীতায় দুই গ্রুপে ছয়জনকে পুরস্কার প্রদান করেন অতিথিগণ। এর আগে বনার্ঢ্য এক র্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে। বিভিন্ন বীমা কোম্পানীর কর্মকর্তাগণ এতে অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ