প্রথমবারের মতো খুলনায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বীমা দিবস-২০২০ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার নগরীর শহিদ হাদিস পার্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
তিনি বলেন, বীমা খাত এবং বীমা পেশাকে সম্মানের সাথে বিবেচনা করতে হবে। তিনি বীমায় জড়িত সকল কর্মকর্তা-কর্মচারীকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান।
এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। এসময় সরকারি ও বেসরকারি বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে শহিদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে সিটি কর্পোরেশন ও বাংলাদেশ ব্যাংক মোড় ঘুরে পুনরায় শহিদ হাদিস পার্কে এসে শেষ হয়। পরে সিটি মেয়র বীমা দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার