ভাঙ্গার কাউলীবেড়া ইউনিয়নের বালিয়াডাঙ্গী গ্রামের মৃত মোমরেজ বেপারীর ছেলে দুখাই বেপারী (৫০) সততার দৃষ্টান্ত স্থাপন করলেন।
পেশায় ভ্যান চালক দুখাই বেপারী পড়ে যাওয়া এক লাখ টাকা পেয়ে মালিককে খুঁজে বের করে তার হাতে তুলে দিলেন।
রবিবার বেলা ১১টার দিকে তিনি এ টাকা তুলে দেন।
গত মঙ্গলবার দুপুরে দুখাই ভাঙ্গার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম বাজারে রাস্তার উপর একটি কাগজের সাথে এক লাখ টাকার একটি বান্ডিল দেখতে পান। টাকার সাথে থাকা কাগজে লেখা ঠিকানা পেয়ে সেই ঠিকানা অনুযায়ী সদরপুর উপজেলার হাট কৃষ্ণপুর গ্রামের ব্যবসায়ী মন্টু বিশ্বাসের সাথে যোগাযোগ করেন। মন্টু বিশ্বাস জানান, তার ব্যবসায়িক সহযোগী ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পুকুরপাড় গ্রামের শীতল দাসের ছেলে অতুল দাস (৩৫) এর এক লাখ টাকা হারিয়েছে। অবশেষে রবিবার বেলা ১১টায় বালিয়াডাঙ্গী গ্রামে স্থানীয়দের উপস্থিতিতে টাকার বিবরণ ও টাকার সাথে থাকা কাগজের বিবরণ দেয় অতুল দাস। মিলে যাওয়ার পর টাকাটি ফেরত দেন দুখাই বেপারী।
ঘটনাস্থলে উপস্থিত থাকা আরিফ হোসেন জানান, বর্তমান সময়ে দুখাই বেপারীর মত সত লোকের বেশ অভাব রয়েছে। দুখাই বেপারী সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন