‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যে নাটোরে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় বীমা দিবস। এ উপলক্ষে রবিবার সকালে কানাইখালি স্টেডিয়াম মাঠ এলাকা থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিরাজ-উদ- দৌলা কলেজে গিয়ে শেষ হয়।
প্রথম জাতীয় বীমা দিবস উপলক্ষে সিরাজ-উদ-দৌলা কলেজ অডিটোরিয়ামে আয়োজন করা হয় এক আলোচনা সভা। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, বীমা কোম্পানিগুলোর প্রতিনিধি, শিক্ষাবিদ অলোক মৈত্রসহ সুধিজন।
বিডি প্রতিদিন/আল আমীন