কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। রবিবার সকাল ১১টায় জেলা পুলিশ লাইনে অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। পরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার এস এম রাজু আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নাজিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার তৃপ্তি মন্ডল, সহকারী পুলিশ সুপার মানছুরা আক্তার, ডিআইওয়ান কাজী কামাল হোসেন, হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন সামান্ত, ডিবি পুলিশের ওসি মো. এমরান হোসেন, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন, আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার, ট্রাফিক ইন্সেপেক্টর অরুন বিকাশ দেওয়ান, ট্রাফিক ইন্সেপেক্টর ফারুক আল-মামুন ভূঁইয়া প্রমুখ।
অনুষ্ঠানে কর্তব্যরত অবস্থায় নিহত হবিগঞ্জের ৫ পুলিশ সদস্যের পরিবারকে ফুলেল শুভেচ্ছা, উপহার সামগ্রী ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা বলেন দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ বাহিনীর যে পরিমাণ সদস্য প্রতিবছর নিহত হন, অন্য কোনো বাহিনীতে তা দেখা যায় না। নিহতদের দায়িত্বশীলতাকে সবাই অনুসরণ করলে সত্যিকারের জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠানের শুরুতে নিহতদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন