কুমিল্লার লাকসামে অল্পের জন্য ভয়াবহ ট্রেন দুর্ঘটনা থেকে প্রাণে রক্ষা পেল শত শত যাত্রী। আজ রবিবার সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিরতিহীন আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেন লাকসামে এলে আকস্মিক একটি বগির নিচে আগুন ধরে যায়। সিগন্যাল না থাকায় ট্রেনটি থেমে গেলে ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পায় শতাধিক যাত্রী। তবে শেষ পর্যন্ত ট্রেনটি এক ঘন্টা বিলম্বে ঢাকার উদ্দেশ্যে লাকসাম ছেড়ে যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিরতিহীন আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি সকাল সোয়া ৯টার দিকে লাকসাম রেলওয়ে জংশন অতিক্রমকালে হঠাৎ একটি বগির নিচে আগুন দেখতে পাওয়া যায়। ওইসময় রেলওয়ের কয়েকজন কর্মচারী ও প্ল্যাটফরমে অপেক্ষমান যাত্রীরা আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করেন। ওই সময় কেবিন থেকে সিগন্যাল বন্ধ থাকায় ট্রেনের চালক ট্রেনটি থামায়। এসময় যাত্রীরা ট্রেন থেকে নামার জন্য হুড়াহুড়ি ও চিৎকার করতে থাকে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। পরে ক্ষতিগ্রস্ত বগিটি রেখে ওই ট্রেনটি এক ঘন্টা বিলম্বে ঢাকার উদ্দেশ্য লাকসাম ছেড়ে যায়।
লাকসাম রেলওয়ে জংশন যান্ত্রিক বিভাগের ট্রেন এক্সামিনার (টিএক্সআর) মো. আক্তার হোসেন জানান, ট্রেনের চাকা ও স্প্রিংয়ের ঘর্ষণের ফলে হটএক্সেল হয়ে এ দুর্ঘটনা ঘটেছে।
লাকসাম জংশনের স্টেশন কেবিন মাষ্টার মো. বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রেনটি নাঙ্গলকোট স্টেশন অতিক্রম করার পর ফোনে এই দুর্ঘটনার সংবাদ পেয়ে লাকসাম জংশনে সিগন্যাল দেওয়া হয়নি। ফলে ট্রেনটি এখানে থেমে যায়। পরে দুর্ঘটনা কবলিত বগিটি রেখে এক ঘন্টা বিলম্বে ওই ট্রেনটি চালু করেন।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ