‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’-এ শ্লোগানেকে সামনে রেখে সারাদেশের ন্যায় ময়মনসিংহের হালুয়াঘাটে প্রথম জাতীয় বীমা দিবস-২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, বীমা শিল্পের উন্নয়ন ও বীমার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রত্যেক বছর র্যালি, বীমা মেলা, আলোচনা সভা এবং নানা কর্মসূচির মাধ্যমে এ দিবসটি পালন করা হবে। বীমা জীবনের ঝুঁকির বিপরীতে আর্থিক নিরাপত্তা হিসেবে কাজ করে। বীমার প্রয়োজনীয়তা অনুধাবন করে বিভিন্ন ক্ষেত্রে বীমা ব্যবস্থা চালুর নানা কর্মসূচি হাতে নিয়েছে সরকার ।
উপজেলা প্রশাসনের আয়োজনে বীমা দিবসে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রেজাউল করিম’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য জুয়েল আরেং।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ঘোষ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কবিরুল ইসলাম বেগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রশিদ, পৌর মেয়র খায়রুল আলম ভূঞা, সমবায় কর্মকর্তা মোঃ কামরুল হুদা, অফিসার ইনচার্জ (তদন্ত) আবু বক্কর সিদ্দিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বীমার গ্রাহক বৃন্দ।
এছাড়াও উপজেলা চত্বরে ১টি স্টলে ৬টি বীমা কোম্পানীর সক্রিয় অংশ গ্রহণে আগত জনসাধারণকে বীমা শিল্পের উন্নয়ন ও বীমা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে পরামর্শ প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ