উৎসবমুখর পরিবেশে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে। জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আজ বুধবার বেলা ১১টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৪টা পর্যন্ত। এবার মোট ভোটার রয়েছেন ৫৩৪ জন।
নির্বাচনে ১৪টি পদে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত সমন্বয় পরিষদ থেকে সভাপতি পদে শাহ আজিজুল হক, সহ-সভাপতি পদে শরফুদ্দিন ভূইয়া সবুজ ও ক্ষিতীশ দেবনাথ, সাধারণ সম্পাদক পদে মো. সহিদুল আলম শহীদ, সহ-সাধারণ সম্পাদক পদে মিনহাজুল হক খোকা ও মো. মাসুদ মিয়া, লাইব্রেরি সম্পাদক পদে মো. আলমগীর কবির, সাংস্কৃতিক সম্পাদক পদে সাইফুল ইসলাম আহমেদ পলাশ, অডিটর পদে মো. সাইফুল ইসলাম রাসেল, সদস্য পদে মোহাম্মদ আবু সাঈদ, মোহাম্মদ কামরুজ্জামান, মজিবুল হক চুন্নু, এম. আবদুর রউফ ও শান্তনু কুমার সাহা।
এছাড়া বিএনপি সমর্থিত জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট সাতটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। তারা হলেন সভাপতি পদে খন্দকার মো. শাহজাহান, সহ-সভাপতি পদে মো. মুনসুর আলম, সাধারণ সম্পাদক পদে এ. এম. সাজ্জাদুল হক, সহ-সাধারণ সম্পাদক পদে মাহফুজুল করিম বাবু, লাইব্রেরি সম্পাদক পদে আল আমিন, অডিটর পদে মো. ইব্রাহীম মিয়া ও সদস্য পদে মো. আজিজুল ইসলাম।
দুটি প্যানেলের বাইরে সভাপতি পদে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি মিয়া মোহাম্মদ ফেরদৌস এবং সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. সোহেল রানা।
বিডি প্রতিদিন/ফারজানা