টাঙ্গাইলের কালিহাতীতে চলন্ত ট্রাকে আগুন লেগে হেলপার আহত হয়েছেন। আগান লাগার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পালিমা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় ট্রাকের হেলপার লিটন মিয়া গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে কালিহাতী ফায়ার স্টেশনের কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম বলেন, খড় বোঝাই একটি ট্রাক কালিহাতী থেকে ভ‚ঞাপুরের দিকে যাচ্ছিলো। ধারণা করা হচ্ছে পালিমা বাজারে ইলেকট্রিক তার থেকে ট্রাকে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণের জন্য ট্রাক চালক গাড়িটি পাশের খাদে ফেলে দেয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রায় ৫০ হাজার টাকার খড় পুড়ে ছাই হয়েছে বলে তিনি।
বিডি প্রতিদিন/আল আমীন