মাগুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শহরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে আবার সেখানে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসন, উপ-পরিচালকের কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত র্যালিতে উপস্থিত ছিলেন সরকারি, বে-সরকারি, এনজিও স্কুল-কলেজ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রায় সহস্রাধিক নেতৃবৃন্দ। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, উপজেলা ভাইস চেয়ারম্যান মিনতি দত্ত, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা-তুজ জোহরা প্রমুখ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ