আন্তর্জাতিক নারী দিবসে বগুড়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯ টায় শহরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র্যালি শহর প্রদক্ষিণ করে। র্যালি শেষে শহরের সাতমাথায় মুজিব মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা, প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” শ্লোগানে র্যালিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এর কর্মকর্তাসহ বাংলাদেশ পুলিশ ইউমেন নেটওয়ার্ক, টিএমএসএস, গ্রাম উন্নয়ন কর্ম গাক, এফপিএবি, ব্রাকসহ বিভিন্ন বেসরকারী সংস্থার প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন।
শহরের সাতমাথায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক শহিদুল ইসলাম। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল, বগুড়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা, মহিলা ক্রীড়া সংস্থার দিলরুবা আমিনা আক্তার বানু সুইট।
বিডি প্রতিদিন/হিমেল