ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদী কলেজের সেমিনার কক্ষে আজ মাদক বিরোধী ও বাল্যবিবাহ প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কাদিরদী কলেজের অধ্যক্ষ মো. নুরুজ্জামান মোল্যার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝোটন চন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, ‘বাল্যবিবাহ বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বাল্যবিবাহ একটি মারাত্মক সমস্যা। একই সাথে মাদকের ভয়াল থাবায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে তরুণ সমাজ, যা একটি সমৃদ্ধশীল বাংলাদেশ বিনির্মাণে সবচেয়ে বড় বাধা। তাই ছাত্র সমাজকে এ বিষয়ে এগিয়ে আসতে হবে।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রহিম, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা কাকলী, মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. রকিবুল হাসান প্রমুখ। সেমিনার শেষে কলেজটির শিক্ষার্থীদের অংশ গ্রহণে অনুষ্ঠিত হয় মাদক ও বাল্যবিবাহ নিয়ে দুটি নাটিকা।
বিডি প্রতিদিন/এ মজুমদার