'মুজিববর্ষের অঙ্গীকার, সুরক্ষিত ভোক্তা অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে বিশ্বভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার সকাল ১০টার দিকে শহরের মাদ্রাসা মোড় এলাকা থেকে এক শোভাযাত্রা বের করা হয়।
জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা শাখা ও ক্যাবের যৌথ আয়োজনে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট ভবন চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে এক সেমিনারের আয়োজন করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক শাহরিয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পরিচালক সামসুল আলম, ক্যাবের প্রতিনিধি আব্দুর রজ্জাকসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম