২০ মার্চ, ২০২০ ১৮:০২

মূল্য বৃদ্ধি: বাগেরহাটে তিন ব্যবসায়ীকে জরিমানা

বাগেরহাট প্রতিনিধি

মূল্য বৃদ্ধি: বাগেরহাটে তিন ব্যবসায়ীকে জরিমানা

বাগেরহাটের শরণখোলা উপজেলায় প্রাণঘাতী করোনার অজুহাতে চাল ও পিয়াজের মূল্য বৃদ্ধি এবং পণ্যে পাটজাত দ্রব্য ব্যবহার না করার অপরাধে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেকের কাছ থেকে পাঁচ হাজার করে টাকা জরিমানা আদায় করা হয়। 

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন শুক্রবার দুপুরে রায়েন্দা বাজারে এ অভিযান পরিচালনা করেন। এ সময় করোনাভাইরাস প্রতিরোধে করণীয় এবং এ বিষয়ে সচেতনা সৃষ্টির জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে রায়েন্দা বাজারে লিফলেট বিতরণ করেন ইউএনও। 

ইউএনও সরদার মোস্তফা শাহিন জানান, করোনাভাইরাসের অজুহাতে কৃত্রিম সংকট তৈরি করে চাল ও পিয়াজ অতিরিক্ত দামে বিক্রির করার অপরাধে রায়েন্দা বাজারের ব্যবসায়ী আ. হালিম হাওলাদার, খলিল গাজী এবং পণ্যে পাটজাত দ্রব্য ব্যবহার না করার অপরাধে আ. রাজ্জাকের কাছ থেকে জরিমানা আদায় করা হয়। বাজার নিয়ন্ত্রণে রাখতে উপজেলার সর্বত্র এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর