শরীয়তপুরে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে নিত্যপণ্যের দোকান ছাড়া জেলার সব ধরনের বানিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। সেইসাথে জেলায় যাতে কোথাও জনসমাগম না ঘটে সে লক্ষে কাজ করছে জেলা প্রশাসন, পুলিশ প্রসাশন ও সেনাবাহিনী।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩১ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। হোম কোয়ারেন্টাইন হতে মুক্ত হয়েছেন ২৬২ জন। জেলায় এখন মোট হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৩৫৫ জন।
এদিকে নড়িয়া উজেলায় ইতালি প্রবাসী বেশি হওয়ায় সেখানেও বেশ গুরুত্বের সাথে সেনাবাহিনীর টিম কাজ করছে বলে জানা গেছে। পাশাপাশি সকলকে অপ্রয়োজনে বাসা থেকে বের না হতে নিষেধ করেছে সেনাবাহিনী।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় সর্ম্পকে মাইকিং করা হচ্ছে প্রশাসন ও আওয়ামী লীগের পক্ষ থেকে। করোনা মোকাবিলায় পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম জেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা পুলিশের নিরাপদে দায়িত্ব পালনের জন্য সুরক্ষার জন্য (পিপিই) মাস্ক এক হাজার হ্যান্ডগ্লভস হস্তান্তার করেছেন। এছাড়া বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন সাধারণ মানুষকে সচেতন করতে প্রশাসনের পাশাপাশি কাজ করে যাচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল