২৬ মার্চ, ২০২০ ২১:৫০

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর টহল শুরু

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর টহল শুরু

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ঠাকুরগাঁওয়ে মাঠে নেমেছে সেনাবাহিনী। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম এড়ানো ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করনে কাজ করবেন তারা। 

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড কে এম কামরুজ্জামান সেলিম।

তিনি জানান, মঙ্গলবার লেফটেন্যান্ট কর্নেল বখতিয়ার ও মেজর ফাহাদের নেতৃত্বে সেনাবাহিনীর দুটি কোম্পানী ঠাকুরগাঁওয়ে এসেছেন। বুধবার সকালে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছে। এরপর থেকে তারা জেলার বিভিন্ন উপজেলায় টহল দেওয়া শুরু করে।

জেলা প্রশাসক আরও বলেন, সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তারা কাজ করবে। বিদেশফেরত নাগরিকদের হোম কোয়ারেন্টাইনের বিষয়টি নিশ্চিত করবে। এছাড়াও বাজার মনিটরিং, দরিদ্র মানুষকে সহায়তায় কাজ করবে তারা।

উল্লেখ্য, জেলার ৫ উপজেলায় ২৫০ জন সেনা সদস্যের দুটি কোম্পানি এ জেলায় অবস্থান করছে।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর