২৭ মার্চ, ২০২০ ০৯:০২

করোনাভাইরাস থেকে রক্ষা পেতে 'নবজাতকের রং চা পানের পরামর্শের' গুজব!

ফারুক আল শারাহ, লাকসাম প্রতিনিধি:

করোনাভাইরাস থেকে রক্ষা পেতে 'নবজাতকের রং চা পানের পরামর্শের' গুজব!

করোনাভাইরাস থেকে রক্ষা পেতে ‘নবজাতকের রং চা পানের পরামর্শের’ গুজব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে।

বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে কুমিল্লার বৃহত্তর লাকসাম (লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট) এ গুজব ছড়িয়ে পড়তে শুরু করে। 

জানা যায়, বিশ্বব্যাপী করোনাভাইরাসের আতংকের মধ্যে একটি চক্র দেশে একের পর এক গুজব ছড়িয়ে যাচ্ছে। থানকুনিপাতা, আম গাছের মধু খাওয়ার পর এবারকার গুজব লবণ, চিনি ছাড়া রং চা পানে করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়ার। বৃহস্পতিবার রাত ৮টার পর থেকে বৃহত্তর লাকসামে (লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট) সর্বত্র হঠাৎ গুজব ছড়িয়ে পড়ে। গুজবে বলা হয়, ‘একটি শিশু জন্মগ্রহণের পর হঠাৎ উঠে বসে যায়। তারপর সে সিজদা দিয়ে করোনাভাইরাস থেকে রক্ষা পেতে লবন ও চিনি ছাড়া রং চা পানের পরামর্শ দেয়ার পরপরই শিশুটি মারা যায়।’ এ গুজব ছড়িয়ে পড়ার পর বিভিন্ন স্থানে লবন-চিনি ছাড়া রং চা তৈরি ও পানের হিড়িক পড়ে যায়। গুজব যতই বাড়তে থাকে ততই এটাকে মিথ্যা প্রচারণা বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিতে থাকে। বাস্তবে বৃহত্তর লাকসামের (লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট) কোথাও এ ঘটনার কোন সত্যতা পাওয়া যায়নি।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর