২৯ মার্চ, ২০২০ ২১:২১

যশোরে চিকিৎসা সেবা দোরগোড়ায় পৌঁছাতে মাঠে নামছে সেনা মেডিকেল টিম

নিজস্ব প্রতিবেদক, যশোর


যশোরে চিকিৎসা সেবা 
দোরগোড়ায় পৌঁছাতে মাঠে 
নামছে সেনা মেডিকেল টিম

যশোর সেনানিবাসের ৮৮ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ কবীর বলেছেন, করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলে প্রয়োজনে যশোর সেনানিবাসের পাশে অস্থায়ী হাসপাতাল নির্মাণ করা হবে। আর সাধারণ রোগীদের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে শিগগিরই মাঠে নামছে সেনা মেডিকেল টিম। 

রবিবার দুপুরে যশোরের জেলা প্রশাসকের সভাকক্ষে করোনা সম্পর্কিত এক জরুরি সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

সভায় সেনা কর্মকর্তারা ছাড়াও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জনসমাগম কমানো, সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে সচেতনতা বৃদ্ধিসহ চিকিৎসা কার্যক্রম নিয়ে আলোচনা হয়। 

সভা শেষে ব্র্রিগেডিয়ার জেনারেল আহমেদ কবীর আরও বলেন, মানুষ এখন ঘর থেকে বের হতে পারছে না। তাদের অনেকেই করোনা ছাড়াও নানা রোগে আক্রান্ত। বর্তমান পরিস্থিতে তারা চিকিৎসা সেবা নিতে পারছেন না। তাদের চিকিৎসার জন্য সেনা মেডিকেল ঠিক শিগগিরই কাজ শুরু করবে এবং তাদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবে।
 
তিনি আরও বলেন, যদি করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পায়, তাহলে তাদের চিকিৎসার জন্য যশোর সেনানিবাসের পাশে অস্থায়ী হাসপাতাল নির্মাণ করা হবে।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর