১ এপ্রিল, ২০২০ ১৪:০২

বেনাপোলে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্রমিক নেতা আটক

বেনাপোল প্রতিনিধি:

বেনাপোলে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্রমিক নেতা আটক

বেনাপোলে এক সংখ্যালঘু নারীকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে পুলিশ বাবু সরদার নামে এক ব্যক্তিকে আটক করেছে। তিনি বন্দরের শ্রমিক নেতা বলে জানা গেছে।

ছোট আঁচড়া গ্রামের সেলুন ব্যবসায়ী অভিযোগ করে জানান, মঙ্গলবার রাত বারোটার দিকে তার স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে গেলে একই গ্রামের বাবু সরদার তার স্ত্রীকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। এসময় তার স্ত্রীর চিৎকারে ঘর থেকে বের হলে বাবু তার হাতে থাকা টর্চলাইট দিয়ে তাকে এবং তার স্ত্রীকে বেদম মারধর করে। টর্চ লাইটের আঘাতে তার স্ত্রীর কপাল ফেটে যায়।

প্রতিবেশী শান্তিপদ গাঙ্গুলি জানান, স্ত্রীকে হেনস্থা করার ঘটনায় স্থানীয় থানাকে অবহিত করা হলে পুলিশ বাবু সরদারকে তার বাড়ি থেকে আটক করে। এ ব্যাপার থানায় মামলা হয়েছে। 

পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মদ্যপ অবস্থায় পোর্টের লেবার সরদার বাবু রাতে ওই নারীর শ্লীলতাহানি ঘটায়। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে শ্লীলতাহানি ও মদপান করার কারণে  পৃথক পৃথক আইনে মামলা হবে। 

উল্লেখ্য, আটক বাবু ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর