২ এপ্রিল, ২০২০ ২১:২৯

পাবনায় সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণ

পাবনা প্রতিনিধি

পাবনায় সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণ

দেশের দরিদ্র অসহায় দিনমুজুর সাধারণ মানুষদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণের জন্য সরকারের পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন শিল্প প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপ। সামাজিক দূরত্ব বজায় রেখে জেলার সুজানগর উপজেলায় পাঁচ হাজার পরিবারে তুলে দেন নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী। 

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সুজানগর নিজামউদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ মাঠে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সামাজিক দূরত্ব বজায় রেখে সাড়িবদ্ধভাবে প্রতিটি পরিবারের সদস্যদের তালিকার মাধ্যমে ৫ দিনের সমপরিমাণ খাদ্যসামগ্রী তুলে দেয়া হয় তাদের হাতে। এই কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেন সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিন, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) উম্মে তাবাসুম, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক উৎপল মির্জা, সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বদরুদ্দোজা প্রমুখ। 

নিত্য প্রয়োজনীয় চাউল, তেল, ডাউল, আটা, আলু, চিনি ও সাবান দিয়ে প্যাকেট করে প্রতিটি পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হয়। দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জেলায় এই কার্যক্রম অব্যহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর