৫ এপ্রিল, ২০২০ ১৩:০২
১০১ জন হোম কোয়ারেন্টিনে

ধামরাইয়ে করোনা সন্দেহে ৪ জনের নমুনা সংগ্রহ

ধামরাই প্রতিনিধি

ধামরাইয়ে করোনা সন্দেহে ৪ জনের নমুনা সংগ্রহ

সারাদেশের মত ঢাকার ধামরাইবাসীরাও মরণব্যাধি করোনাভাইরাস আতঙ্কে দিন কাটাচ্ছে। উপজেলা প্রশাসন পৌরসভা, থানা পুলিশ, বিভিন্ন রাজনৈতিক নেতা, স্থানীয় চেয়ারম্যান থেকে শুরু করে সকল সচেতন ব্যক্তিরাই ধামরাইবাসীকে সচেতনতা মূলক পরামর্শ দিচ্ছেন এবং বিভিন্ন হাটবাজার নিদিষ্ট সময়ের পর লকডাউন করে দিচ্ছেন। তারপরও মানুষ সচেতন হচ্ছে না।

ধামরাই থেকে আজ রবিবার পর্যন্ত করোনাভাইরাস সন্দেহে ৪ জনের নমুণা সংগ্রহ করার কথা সত্যতা স্বীকার করে উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্লোর কর্মকর্তা ডাঃ নুর রিফফাত আরা বাংলাদেশ প্রতিদিনকে জানান,  ৪ জনের মধ্যে দু'জনের রির্পোট হাতে পেয়েছি। দুজনেরই রির্পোট নেগেটিভ আর দুজনের রির্পোট এখনও পায়নি। আর ধামরাইয়ে ১০১ জন হোম কোয়ারেন্টিনে আছে বলেও জানান তিনি।

এসময় তিনি বলেন, করোনা মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি। আমাদের দ্রুত করোনা ভাইরাসের সার্ভিস দিতে ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির একটি প্রাইভেটকার প্রদান করেছেন।


বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর