বগুড়ায় কর্মহীন ৩শ’ আনসার সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের মালতিনগরস্থ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বগুড়া কার্যালয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা কমান্ড্যান্ট মুহাম্মদ মেহেদী হাসান পিপিএম। এসময় বিভিন্ন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সদর উপজেলার ৩শ জন কর্মহীন সদস্যদের মাঝে প্রত্যেককে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, কেজি ডাল, ১ লিটার তেল, ১টি সাবান ও ১ টি মাস্ক প্রদান করা হয়।
বগুড়ার সোনাতলা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাছিমুল ফেরদৌস জানান, বগুড়া জেলার ১২ উপজেলায় ৩ হাজার ৬শ সদস্যকে ত্রাণ সামগ্রী দেয়া হলো।
বিডি প্রতিদিন/হিমেল