করোনাভাইরাস মোকাবেলায় চাঁপাইনবাবগঞ্জে বড় বড় মার্কেটগুলো বন্ধ থাকলেও স্বাস্থ্যবিধি না মেনেই খুলেছে অনেক দোকান। জানা গেছে, বিভিন্ন শর্ত আরোপ করে ১মে থেকে দোকানপাট ও শপিংমল খোলার অনুমতি দেয় সরকার।
কিন্তু চাঁপাইনবাবগঞ্জে করোনা সংকট মোকাবেলায় ঈদের আগে সকল মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ।
পরিপ্রেক্ষিতে আজ রবিবার খুলেনি নিউমার্কেট, ক্লাব সুপার মার্কেট, শহীদ সাটুহল মার্কেট, শিল্পকলা মার্কেট, সেন্টু মার্কেটসহ বড় মার্কেটগুলো। কিন্তু শহরের পুরাতনবাজার, হুজরাপুর, শান্তিমোড়, বিশ্বরোড মোড়, বারঘরিয়া, মহারাজপুর, নয়াগোলাসহ বিভিন্ন এলাকার দোকানপাট আজ থেকে খুলেছে। তবে সেখানে স্বাস্থ্যবিধির কোন লক্ষণ দেখা যায়নি। এমনকি ক্রেতা-বিক্রেতাদের সামাজিক দূরত্ব নিশ্চিত করা হচ্ছে না। ফলে গাদাগাদি করে কেনাকাটার ফলে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিচ্ছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ