১৭ মে, ২০২০ ১৯:২৭

নীলফামারীতে ধান-চাল সংগ্রহ কর্মসূচি উদ্বোধন

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে ধান-চাল সংগ্রহ কর্মসূচি উদ্বোধন

জেলা খাদ্য বিভাগের উদ্যোগে নীলফামারীতে আনুষ্ঠানিকভাবে ধান, চাল সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে। রবিবার বিকেলে সদর খাদ্য গুদামে ফিতা কেটে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। 

এতে নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারীর উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ওবায়দুর রহমান মন্ডল, জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন অভি উপস্থিত ছিলেন। 

উদ্বোধনী দিনে জুয়েল ইসলাম নামে এক কৃষকের কাছ থেকে এক টন ধান ও আজিজুল ইসলামের কাছ থেকে পাঁচ টন চাল সংগ্রহ করে তাৎক্ষণিকভাবে টাকা পরিশোধ করা হয়। 

জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন জানান, সিদ্ধ চাল ৩৬ টাকা কেজি দরে, আতপ চাল ৩৫ টাকা কেজি দরে এবং ধান ২৪ টাকা কেজি করে কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হবে চলতি বোরো মৌসুমে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত সংগ্রহ কর্মসূচি চলবে বলে জানান তিনি। 

বিডি প্রতিদিন/আল আমীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর