২৫ মে, ২০২০ ১৬:৫৩

বগুড়ার শিল্পপতি আমজাদ হোসেন তাজমা আর নেই

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শিল্পপতি আমজাদ 
হোসেন তাজমা আর নেই

বগুড়ার বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এবং তাজমা সিরামিকের কর্ণধার আমজাদ হোসেন তাজমা আর নেই। গত রবিবার রাত আটটায় শহরের বাদুরতলা নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি  রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

গত দুই বৎসর আগে তিনি সেলিম হোটেলের সামনে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। চিকিৎসার জন্য তখন তাকে ঢাকায় নিয়ে যাওযা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। পরে তাকে বাদুরতলার নিজ বাসায় আনা হয়।  সেখানেই থাকা অবস্থায় রবিবার রাতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাদা মনের মানুষ হিসেবে তার যথেষ্ট খ্যাতি ছিল।

আমজাদ হোসেন তাজমা নওগাঁ জেলার রাণীনগর থানার খাজুরিয়া গ্রামের মৃত তাছির উদ্দিনের ছেলে। সোমবার বাদ জোহর ভাই পাগলা মসজিদে জানাজা নামাজ শেষে তাকে দাফন করা হয়। তিনি বগুড়ায় প্রথম তাজমা সিরামিক নামে সিরামিক কারখানা প্রতিষ্ঠা করেন।

এছাড়াও তিনি বগুড়া ডায়াবেটিকস হাসপাতালসহ বিভিন্ন সমাজ সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। তার মৃত্যুতে ব্যবসায়ী ও রাজনৈতিক মহলে শোকের ছাড়া নেমে এসেছে। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর