২৭ মে, ২০২০ ১২:৪৬

খুলনায় অগ্নিকাণ্ডে ৩৫ দোকান ভস্মীভূত

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

খুলনায় অগ্নিকাণ্ডে ৩৫ দোকান ভস্মীভূত

খুলনার বটিয়াঘাটা নতুন স্ট্যান্ড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে খালের ওপর ঝুলন্ত ৩৫টি দোকান ভস্মীভূত হয়েছে। বুধবার ভোরে অগ্নিকাণ্ডে ক্ষতি হয়েছে প্রায় কয়েক কোটি টাকা। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারনা করা হচ্ছে। 

আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয় স্ট্যান্ড মসজিদের মাইকে বারবার আগুন লাগার কথা জানিয়ে সাহায্যের আবেদন জানানো হয়। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। তবে ফায়ার সার্ভিসের গাড়ি আসার পূর্বেই প্রায় সব দোকান পুড়ে যায়। 
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বটিয়াঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদুজ্জামান বলেন, নতুন স্ট্যান্ড মোড়ে অগ্নিকাণ্ডে ২৩টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। আরও কয়েকটি দোকান আংশিক পুড়েছে। স্থানীয় জনগণের সর্বাত্মক চেষ্টায় ও ফায়ার সার্ভিসের সহায়তায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর