২৭ মে, ২০২০ ১৫:৩২

পাথরঘাটায় টর্নেডোয় ১৫ বসতঘর বিধ্বস্ত

পাথরঘাটা(বরগুনা)প্রতিনিধি:

পাথরঘাটায় টর্নেডোয় ১৫ বসতঘর বিধ্বস্ত

বরগুনার পাথরঘাটায় টর্নেডোয় ১৫ বসত ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এর মধ্যে ২টি বসতঘর সম্পূর্ণ ভেঙে যায়। ঘরে থাকা শিশুসহ ৪ জন অল্পের জন্য প্রাণে রক্ষা পায়।

বুধবার (২৭ মে) দুপুর ১২টার দিকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের ঞ্জানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হুমায়ুন কবির সরেজমিন পরিদর্শন করেন এবং সম্পূর্ণ  ক্ষতিগ্রস্ত ২ পরিবারকে শুকনো ও খাদ্য সহায়তা দেন।

নাচনাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফরিদ বলেন, হঠাৎ দুপুর ১২টার দিকে টর্নডো হয়। মূহুর্তের মধ্যে মো. জাকির শরীফ ও রানী বেগমের ২টি বসত ঘর সম্পূর্ণ ও আংশিক ১৩টি বিধ্বস্ত হয়। তবে কোন হতাহত হয়নি। 

তিনি আরও বলেন, জাকির শরীফ, তার স্ত্রী ও ২ সন্তান ঘরের মধ্যে ছিল। তার ঘর টর্নডোয়ে ২০ ফুট দূরে উড়িয়ে নিয়ে যায়। ঘর উড়িয়ে না নিলে ঘর চাপা পরে প্রাণহানি হতে পারতো।

ইউএনও মো. হুমায়ুন কবির বলেন, তাৎক্ষণিক সরেজমিনে গিয়ে তাদের খাদ্য সহায়তা দেয়া হয়েছে। পাশাপাশি তাদের ঘর মেরামতের জন্য ঢেউটিন দেয়া হবে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর