২৭ মে, ২০২০ ১৭:১৭

কদমগাছের ফুল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি:

কদমগাছের ফুল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার পশ্চিমপাড়ায় কদমগাছের ফুল পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আরাফাত হোসেন (৯)নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আরাফাত পাংশা পৌরসভার মাগুরাডাঙ্গি গ্রামের ইদ্রিস আলী সেখের ছেলে।

বুধবার বেলা ১২টার দিকে পাংশা পৌরসভার মাগুরাডাঙ্গি গ্রামে এ দূর্ঘটনা ঘটে। 

পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বলেন, আরাফাত বেলা ১২টার দিকে তার বাড়ির পাশে কদমগাছে কদম ফুল পাড়তে সবার অজান্তে গাছে উঠে। সেখানে ঝড়ো বাতাসে কদমগাছে তার ছিড়েঁ পড়ে থাকায় আরাফাত বিদ্যুৎস্পৃষ্টে গাছে ঝুলে থাকে। পরে বাড়ির লোকজন তাকে না পেয়ে অনেক খোঁজাখুজির পর তার লাশ কদমগাছে ঝুলতে দেখে বিদ্যুৎ বিভাগের লোকজনের খবর দিয়ে বিদ্যুৎসংযোগ বন্ধ করে তার লাশ গাছ থেকে নামানো হয় বলে জানান তিনি। 

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ বলেন, আরাফাতের মৃত্যু নিয়ে থানায় কোন অভিযোগ দায়ের হয়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর