২৭ মে, ২০২০ ২৩:৫৯

করোনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঋণ প্রাপ্তির বিষয়ে জরুরি সভা

ফরিদপুর প্রতিনিধি

করোনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঋণ প্রাপ্তির বিষয়ে জরুরি সভা

গত কয়েক মাস ধরে বিশ্বব্যাপী করোনাভাইরাসে প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের অঘোষিত লকডাউনে ফলে দেশের ছোট-বড় ব্যবসা প্রতিষ্ঠান আর্থিক ক্ষতিরমুখে পড়ে। 

করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সম্প্রতি সরকার কর্তৃক প্রণোদনা ঘোষনা দেওয়ার পরে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই তাদের সহযোগি সংগঠনগুলোকে আর্থিক ক্ষতির মুখে পড়া ব্যবসায়ীদের তালিকা প্রস্তুতের সুপারিশ করে।

এরই প্রেক্ষিতে বুধবার (২৭ মে) ফরিদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (এফসিসিআই)-তে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তরা ‘দ্রুততম সময়ে ও সহজ শর্তে ঋণ সুবিধা কিভাবে পাওয়া যায়’ সে বিষয়ে বিভিন্ন মতামত উপস্থাপন করা হয়।

সভায় ফরিদপুর চেম্বারের পরিচালকগণ ছাড়াও বণিক সমিতি, নিউমাকের্ট ব্যবসায়ী প্রতিনিধি, চকবাজার ব্যবসায়ী প্রতিনিধি, হাজি শরীয়াতুল্লাহ বাজারের প্রতিনিধিরা অংশ নেয়।

ফরিদপুর চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মো. সিদ্দিকুর রহমান জানান, ফেডারেশনের চিঠির প্রেক্ষিতেই আমরা ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে জরুরী সভা করেছি। সেখানে সিদ্ধান্ত হয়েছে জেলার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরীতে একটি কমিটি গঠন করা হবে। 

এছাড়া যে সকল ব্যবসায়ী সম্প্রতি সময়ে ক্ষতির মুখে পড়েছে তাদের জন্য একটি হেল্প ডেক্স খোলা হবে। সেখানে ব্যবসায়ীরা তাদের সমস্যা ও মতামত দিয়ে আবেদন করতে পারবেন। সভায় উপস্থিত ছিলেন আওলাদ হোসেন বাবর, সাহেব সারোয়ার, জয়গোবিন্দ সাহা, মো. মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর