৩০ মে, ২০২০ ১২:৪১

কুড়িগ্রামে কর্মহীন দুই শতাধিক পরিবারে সেনাবাহিনীর খাদ্য সহায়তা

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে কর্মহীন দুই শতাধিক পরিবারে সেনাবাহিনীর খাদ্য সহায়তা

কুড়িগ্রামে কর্মহীন পরিবারের মাঝে সেনাবাহিনীর খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। ঈদ পরবতী শুক্রবার বিকেলে জেলার ফুলবাড়ী ও চিলমারী এই ২ উপজেলায় ২ শতাধিক পরিবারে সেনাবাহিনীর পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

এর অংশ হিসেবে চিলমারী ডিগ্রী কলেজ মাঠে ১২০ পরিবারের মাঝে কর্মহীনদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়। এছাড়াও ফুলবাড়ী উপজেলার কুমোর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

এ সময় ৭২ পদাতিক ব্রিগেডের ৩০ পদাতিক ডিভিশনের সেনাবাহিনীর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার রফিকুল ইসলাম, ওয়ারেন্ট অফিসার জিল্লুর রহমান, সার্জেন্ট শহিদুল ইসলাম, সার্জেন্ট আলী হোসেন, কর্পোরাল গোলাম রব্বানী প্রমুখ। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৭ কেজি চাল, ২ কেজি আটা, আধা লিটার তেল, আধা লিটার লবণ, দেড় কেজি ছোলা, বিস্কুট ও সাবান।   

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর