৩০ মে, ২০২০ ১৩:১১

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে বেড়েছে যাত্রীদের চাপ

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে বেড়েছে যাত্রীদের চাপ

ঈদ শেষে লোকজন রাজধানীতে ফিরছে। গত কয়েকদিন ধরে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার কর্মমুখী মানুষ পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট হয়ে ঢাকা যাচ্ছেন। এ কারণে পাটুরিয়া ঘাটে যাত্রীদের বাড়তি চাপ পড়েছে। মহাসড়কে গণপরিবহন চলাচল বন্ধ থাকলেও অন্যসব যানবাহন চলাচল করছে। পাটুরিয়া ঘাট থেকে লোকজন অটোরিক্সা, মোটর সাইকেল, মাইক্রোবাস, ভ্যান ও ট্রাকে অতিরিক্ত ভাড়া দিয়েই ভেঙে ভেঙে কর্মস্থলের দিকে যাচ্ছে।

গণপরিবহণ না থাকায় অতিরিক্ত টাকা খরচ হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। এছাড়া রাস্তায় বিভিন্নভাবে বিড়ম্বনার শিকার হচ্ছেন তারা।

আইডব্লিউটিসি‘র আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান জানান, এ নৌ-রুটে কাঁচামালবাহী ট্রাক, লাশবাহী গাড়ি, এ্যাম্বুলেন্স ও  যাত্রীরা পারাপার হচ্ছে। এই নৌ-রুটে ১৬টি ফেরির মধ্যে ১০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। আর ৪টি ঘাটের মধ্যে ৩টি ঘাট সচল রয়েছে।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর