৩০ মে, ২০২০ ১৪:৪৮

নেত্রকোনা থেকে কর্মস্থলে ফিরছে মানুষ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা থেকে কর্মস্থলে ফিরছে মানুষ

স্বাস্থ্য বিধি মেনে আগামীকাল থেকে খুলে দেয়া হচ্ছে দেশের সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। লকডাউন পরিস্থিতিতে দীর্ঘসময় বাড়িতে কাটিয়ে এখন কর্মমুখী হচ্ছে এ সকল মানুষ।

গণপরিবহন চলাচল না করায় নিরুপায় হয়েই অতিরিক্ত অর্থ ব্যয় করে সিএনজি, প্রাইভেটকার, মাইক্রোবাসে করে কর্মস্থলে ফিরছে তারা।

এতে করে তিনগুণ-চারগুণ ভাড়া গুনতে হচ্ছে তাদের। ঢাকার গাজীপুর পর্যন্ত ভাড়া দিতে হচ্ছে ৬০০ টাকা। এছাড়াও ভেঙ্গে ভেঙ্গে যাওয়ায় ঠিক থাকছে না স্বাস্থ্যবিধির নিয়ম। ঝুঁকি বাড়ছে বলেও জানান ওই সব কর্মস্থলে ফেরা মানুষেরা। তারা আরো বলেন, চাকরি করলে যেতেই হবে। কিন্তু বাস হলে একেবারে চলে যাওয়া যেতো। এইভাবে একটি থেকে আরেকটি বাহনে ঝুঁকি অনেক বেশি। 

নানা সমস্যা স্বীকার করেও যাত্রাকালে বাধ্য হয়েই গাদাগাদি করে একসঙ্গে বসে চলাচল করছেন কর্মস্থলে ফেরা মানুষেরা। এতে ভাইরাসটির সংক্রমণ দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর