৩১ মে, ২০২০ ১৭:২৯

কুড়িগ্রামে চরের বাদাম ক্ষেত পানিতে নিমজ্জিত

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে চরের বাদাম ক্ষেত পানিতে নিমজ্জিত

এবার কুড়িগ্রামে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় চরের বাদাম ক্ষেত নিমজ্জিত হয়ে পড়েছে। এ কারণে এখানকার কৃষকরা চরম হতাশায় পড়েছেন। তারা এবছর লাভবান না হয়ে চরম ক্ষতির আশংকা করছেন।

কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীর চরে থেতরাই, গুনাইগাছ ও বজরা ইউনিয়নের চরাঞ্চলগুলোতে এখন এ মারাত্নক অবস্থা বিরাজ করছে। এ অঞ্চলের প্রায় শতাধিক কৃষককে বাদাম আবাদে লোকসান গুনতে হচ্ছে। 

উলিপুর উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার তিস্তা ও ব্রহ্মপূত্র নদের জেগে উঠা চরাঞ্চলগুলোতে চলতি মৌসুমে প্রায় ৪১১ হেক্টর জমিতে বাদামের চাষ করা হয়েছে। প্রতিবছর এ চরগুলোতে বাদাম আবাদ করে লাভবান হন এখানকার কৃষকরা।এবছর বাদাম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮২২ মে.টন। চলতি বছর বাদামের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনাও ছিল প্রচুর।কিন্ত হঠাৎ করে উজানের পানিতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ৩টি ইউনিয়নে লক্ষমাত্রা অর্জন নিয়ে সংশয় দেখা দিেেয়ছে।তথ্যমতে,বজরা ইউনিয়নের ১০ হেক্টর,থেতরাই ৫ হেক্টর ও গুনাইগাছ ইউনিয়নের ২০ হেক্টর জমির বাদাম খেত নদীর পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে। এর ফলে প্রায় ৫২ মেট্রিক টন বাদাম উৎপাদন লক্ষমাত্রা ব্যাহত হতে পারে।

উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের আমরা তালিকা তৈরি করছি। সরকারি ভাবে কোন প্রণোদনা আসলে অবশ্যই তাদের সহযোগিতা দেয়া হবে।


বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর