৩১ মে, ২০২০ ১৯:০৮

স্বাস্থ্যবিধি মেনেই দৈনন্দিন কাজকর্ম করতে হবে: পীর মিসবাহ

সুনামগঞ্জ প্রতিনিধি:

স্বাস্থ্যবিধি মেনেই দৈনন্দিন কাজকর্ম করতে হবে: পীর মিসবাহ

জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনেই আমাদের দৈনন্দিন কাজকর্ম করতে হবে। জনসচেতনতা সৃষ্টির মাধ্যমেই এই প্রাণঘাতী ভাইরাসকে প্রতিরোধের মাধ্যমে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

রবিবার  দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩৪৭ মসজিদ কর্তৃপক্ষের হাতে প্রধানমন্ত্রীর তহবিলের অনুদানের চেক তুলে দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

এ সময় সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, করোনাভাইরাসের প্রদুর্ভাবে প্রধানমন্ত্রীর তহবিলের অনুদান ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) আওতাধীন সুনামগঞ্জ সদর উপজেলার ৯টি ইউনিয়নের ২৮৭টি ও সুনামগঞ্জ পৌরসভার ৬০টি মসজিদের প্রতিটিতে ৫ হাজার টাকা করে মোট ১৭ লাখ ৩৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর