করোনা মহামারীর এই দু:সময়ে দেশে যাত্রী পরিবহনে বাসের ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক বাম জোট দিনাজপুর জেলার নেতাকর্মীরা।
মঙ্গলবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে গণতান্ত্রিক বাম জোট দিনাজপুর জেলা শাখার আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালন করে সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।
মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, ইউনাইটেড কমিউনিষ্ট লীগের কেন্দ্রীয় কমিটির সা: সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গনতান্ত্রিক বাম জোটের সম্বনয়ক মো: আনোয়ার আলী সরকার, সিপিবি দিনাজপুরের সভাপতি এ্যাড: মেহেরুল ইসলাম, সা:সম্পাদক বদিউজ্জামান বাদল, ইউনাটেড কমিউনিষ্ট লীগের জেলা কমিটির সদস্য আখতার আজিজ ও বাসদ জেলা সংগঠক কিবরিয়া হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল