মহাসড়কে পরিবহন সেক্টর বা পুলিশের চাঁদাবাজি, এমনকি মাদক পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে। হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানায় জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় করেন। সভায় এমন ঘোষনা দেন তিনি।
জেষ্ঠ্য সহকারী পুলিশ সুপার রায়হান ইবনে রহমান, হাটিকুমরুল থানার ওসি নুরনবী প্রধান ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন সভায় বক্তব্য রাখেন।
পুলিশ সুপার আরও বলেন, উত্তরাঞ্চলের ১০৩৫ কিলোমিটার মহাসড়কের মধ্যে ৯২৫ কিলোমিটার নিয়ন্ত্রণে কাজ করছে হাইওয়ে পুলিশ বগুড়া আঞ্চলিক কার্যালয়। মহাসড়কে নিরাপত্তায় অবৈধ থ্রি-হুইলার, মাদক এবং চোরাচালানে হাইওয়ে পুলিশের তৎপরতায় এরই মধ্যে ডাকাতি/ছিনতায়ের ঘটনা এখন প্রায় শূণ্যের কোঠায়। গত ৫ মাসে ৭৩টি দুর্ঘটনায় ৯৯ জন মৃত্যুবরণ করেন। ৫৭টি মামলাও হয়েছে। প্রায় সতেরশ’ বোতল ফেন্সিডিল, সাড়ে ২৭ কেজি গাঁজা, ১১০ গ্রাম হিরোইন, ৩৮ পিচ ইয়াবাসহ ৪৩ জনকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনা প্রতিরোধে আরও তৎপর হতে ইউনিটের সকল সদস্যকে কড়া নির্দেশনা দেয়া হয়েছে।
প্রসঙ্গত, চলমান করেনায় মহাসড়কে অবৈধ ও বেপরোয়া চাঁদাবাজি এবং অনৈতিক সুবিধা নিয়ে অবৈধ যানবাহন পারাপারের দায়ে গত ৩ জুন প্রত্যাহার হন হাটিকুমরুল থানার ওসি খাইরুল ইসলাম। ওই ঘটনার পর পুলিশ সুপার নিজে সরেজমিনে এসে সকলকে সতর্ক করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার