লক্ষ্মীপুরের রায়পুরের চরলক্ষ্মী গ্রামের ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ১৪ বছরের এক কিশোরী ও ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনার ৬ ঘণ্টা পর মঙ্গলবার (৯ জুন) বিকাল ৫টার দিকে রায়পুর ফায়ার সার্ভিস ও চাঁদপুরের ডুবরী দলের যৌথ প্রচেষ্টায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতরা হলেন- স্থানীয় হারুন সর্দারের মেয়ে হালিমা আক্তার ও অপর নিহত একই বাড়ির কাদির আখন্দের মেয়ে লামিয়া।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, স্থানীয় কিশোরী হালিমা আক্তার তার প্রতিবেশী শিশু লামিয়াকে সাথে নিয়ে ডাকাতিয়া নদীতে গোসল করতে যান। এসময় শিশুটি তার কাঁধে ছিল। নদীতে ১৫/২০ ফুট পানি ছিল। কিশোরীর অসচেতনতায় দু’জনই পানিতে ডুবে যায়। এসময় আশেপাশের লোকজন তাদের খুঁজে না পেয়ে রায়পুর ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে তাদের সহযোগিতায় চাঁদপুরের ডুবরী দলকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে দু’জনের মরদেহ উদ্ধার করে।
রায়পুর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/আরাফাত