নড়াইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।
মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাদের সদর হাসপাতালে পাঠান চিকিৎসক।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে লোহাগড়া থানা এলাকায় বাড়ির সীমানা নিয়ে মনিউর রহমান জিকু ও রবিউল ইসলাম পলাশের মধ্যে বিরোধ চলছিলো।
এরই জেরে মঙ্গলবার সন্ধ্যায় লোকজন নিয়ে পলাশের দেয়া সীমানা দেয়াল ভাঙ্গতে যায় জিকু। এসময় পলাশ ও তার দুই বোন বাধা দিলে তাদের কুপিয়ে জখম করার অভিযোগ উঠে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন