সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লক্ষ্মীপুরের রায়পুরে মোঃ শরীফ হোসেন (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ৩দিন ধরে সৌদি আরবের রিয়াদ শহরে সর্দি, জ্বর, গলা ব্যাথা ও শ্বাসকষ্টে ভোগার পর মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।
মৃত মোঃ শরীফ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ গাইয়ার চর গ্রামের মাঝি বাড়ির বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ শরিফ গত ১৮ বছর ধরে সৌদি আরবের রিয়াদ শহরের একটি হোটেলে চাকরি করতেন। গত ৩দিন যাবৎ তিনি জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। পরে গতকাল রাতে সৌদি আরবের রিয়াদ শহরের নিজ বাসায় মৃত্যুবরণ করেন। বর্তমানে তার লাশটি রিয়াদ শহরের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ জাফর আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ৩দিনে সৌদি আরবে করোনা আক্রান্ত হয়ে রায়পুর উপজেলার ৩ জন মৃত্যুবরণ করেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন