মানিকগঞ্জ আনসার ও ভিডিপির উদ্যোগে জেলাব্যাপী করোনাভাইরাস প্রতিরোধে সবার জন্য মাস্ক ব্যবহার বাধ্যতামূলক বিষয়ে জনগণকে সচেতন করার লক্ষে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে আজ সকালে জনবহুল এলাকা মানিকগঞ্জ বাসস্ট্যান্ড ও শহরের শহীদ রফিক সড়ক এলাকায় আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট শুভ্র চৌধুরীর নেতৃত্বে অর্ধশত আনসার সদস্য এই কর্মসূচিতে অংশ গ্রহন করেন।
এ সময় সহকারি জেলা কমান্ড্যান্ট এস এম রায়হান হেলাল, সদর ভিডিপি কর্মকর্তা মমতাজ বেগম উপস্থিত ছিলেন। সবার জন্যই মাস্ক ও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক- এই স্লোগান নিয়ে এবং করোনাভাইরাস প্রতিরোধে এর গুরুত্ব ও যথার্থ ব্যবহারে বিষয়ে ব্যানার, ফেস্টুন ও মাইকিং করে জনগণকে সচেতন করা হয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকায় ব্যানার টানিয়ে দেওয়া হয়।
শুভ্র চৌধুরী বলেন, করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই লিফলেট বিতরণ, মাইকিং, লকডাউন ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ, ত্রাণবিতরণ, দরিদ্র কৃষকদের স্বেচ্ছাশ্রমে ধানকাটাসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন মানিকগঞ্জ আনসার ও ভিডিপির সদস্যরা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ