নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভায় মোবাইল চার্জে লাগিয়ে ব্যবহারের সময় বিদ্যুৎস্পর্শে ঘরে আগুন লেগে দগ্ধ হয়ে ছেলে মারা যাওয়ার একদিন পর মায়ের মৃত্যু হয়েছে।
আজ সকালে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি মারা যান।
গত রবিবার সকালে মোবাইল চার্জে লাগিয়ে ব্যবহারের সময় বিদ্যুৎস্পর্শে মারাত্মকভাবে দগ্ধ হয় কলেজ ছাত্র অপূর্ব দাস ও তার মা বানু রানী দাস। পরে মা ও ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। দুদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে ছেলে অপূর্ব দাসের মৃত্যু হয়। ছেলের একদিন পর বুধবার সকালে মা বানু রানী দাসের মৃত্যু হয়।
এলাকাবাসী জানায়, সোনারগাঁও পৌরসভার জয়রামপুর গ্রামের অপূর্ব দাস ও তার মা বানু রানী দাস রবিবার সকালে মোবাইল চার্জ দেওয়া অবস্থায় ব্যবহার করতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে মারাত্মকভাবে দগ্ধ হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন