চাঁদপুরে জেলা পুলিশ বিভাগকে ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছেন পুলিশ সুপার। বিশেষ করে ২ বছরের অধিক সময়ে যারা একই পদে চাকরি করছেন তাদেরই বদলির তালিকায় আনা হচ্ছে। জেলা পুলিশের প্রতিটি জায়গায় এই তালিকা করা হচ্ছে। জেলা পুলিশ সুপার কার্যালয় ও ৮টি থানায়ও একইভাবে বদলির তালিকা আসছে।
এরই অংশ হিসেবে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ২৮ সদস্যকে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে ৫ জন এসআই, ৫ জন এএসআই ও ১৮ জন কনস্টেবল রয়েছেন। তাদেরকে জেলার বিভিন্ন থানায় বদলি করা হয়েছে।
তবে এই বদলির ফলে জেলা পুলিশ বিভাগে প্রতিটি সেক্টরে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে যারা ২ বছরের অধিক সময় ধরে একেই পদে চাকরি করছেন। চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, সরকারি চাকরি বিধিমালা উপেক্ষা করে চাঁদপুর ডিবি পুলিশে বছরের পর বছর এসব এসআই, এএসআই ও পুলিশ কনস্টেবলরা এই পদ আকঁড়ে রেখেছেন। ঘুরে ফিরে এসব পুলিশ অফিসাররা ডিবিতেই চাকরি করেছেন। এতে করে নানা বির্তকের সৃষ্টি হয়েছে। অনেকের বিরুদ্ধে নানা অভিযোগও ছিল। অবশেষে তাদের বদলি করা হলো।
এদিকে চাঁদপুরে ডিবি’র বদলির বিষয়টিকে স্বাগত ও ধন্যবাদ জানিয়েছেন সুধী মহল।
চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএস (বার) জানান, চাঁদপুর পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে ২টি অফিস আদেশে তাদের বদলি করা হয়েছে। বিশেষ করে যারা ডিবিতে বেশি সময় চাকরি করছে তাদেরকেই বদলি করা হয়েছে। ডিবি পুলিশে অপেক্ষাকৃত তরুণ ও চৌকস কর্মকর্তাদের আনা হবে। দীর্ঘদিন একস্থানে চাকরি করলে কিছু প্রতিবন্ধকতা হয়। জেলা পুলিশে ধারাবাহিকভাবে এই বদলির প্রক্রিয়া চলবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম