ফেনীর সোনাগাজীর উপজেলার নবাবপুর ইউনিয়েন নাজিরপুর গ্রামে ডাকাত দলের দু'পক্ষের গোলাগুলিতে নিজাম উদ্দিন নামে এক ডাতাক নিহত হয়েছে বলে দাবি পুলিশের। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। সে নোয়াখালীর কাম্পানীগঞ্জ উপজেলার মধ্যম মুসাপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে। পুলিশ জানায় তার বিরুদ্ধে ডাকাতিসহ ৭টি মামলা রয়েছে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সাজেদুল পলাশ জানান, গভীর রাতে সোনাগাজীর নবাবপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের দেলোয়ার চেয়ারম্যান বাড়ির সামনের রাস্তায় পরপর তিনটি গুলির আওয়াজ শুনা যায়। পরে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় এক জনকে পড়ে থাকতে দেখে সেখান থেকে তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি ১টি এলজি, ৪ রাউন্ড তাজা গুলি ও ৬ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে। লাশ ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার