বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। মঙ্গলবার রাত ১১টায় বগুড়া সদর উপজেলার গোকুলে ট্রাকের ধাক্কায় স্বর্ণ শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল হোসেন (৩৫) এবং শিবগঞ্জ উপজেলার মোকামতলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক সবুজ আহমেদ (৩২) নিহত ও ৩ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাতে মোটরসাইকেলযোগে বগুড়ার সোনাতলা উপজেলা থেকে জেলা স্বর্ণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহফুজার রহমান (৫০) ও উজ্জল হোসেন বগুড়া শহরে ফিরছিলেন। রাত ১১টার সময় গোকুলের কাছে পৌঁছালে একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গিয়ে উজ্জল হোসেন মারা যায় এবং মাহফুজার আহত হয়। আহত মাহফুজকে টিএমএসএস রফাত্ল্লুাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান জানান, নিহত উজ্জল বগুড়া সদর উপজেলার ফুলবাড়ি দক্ষিণপাড়ার মৃত বুলু মিয়া সরদারের পুত্র।
অপরদিকে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-রংপুর মহাসড়কের মোকামতলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক সবুজ নিহত ও তার সাথে থাকা দুই আরোহী আহত হয়।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি আব্দুর কাদের জিলানী জানান, একটি মোটরসাইকেলে চালকসহ ৩ জন রংপুরের দিকে যাচ্ছিল। মোকামতলার কাশিপুররে পেছন দিকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। মোটরসাইকেলের তিন আরোহী রাস্তার পাশে ছিটকে পড়ে। মোটরসাইকেল চালক মোকামতলার শংকরপুর গ্রামর সবুজ আহমেদ (৩২) ঘটনা স্থলে মারা যায়। আহত দুইজনের পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন