যশোরের শার্শা সীমান্তের পাঁচভুলোট গ্রামের ইছামতি নদীতে শরিফুল ইসলাম (২৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শরিফুল পুটখালী রাজগঞ্জ গ্রামে মৃত ইসহাক ছেলে। তার বুকে গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার দুপুরে লাশটি এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করে।
পাঁচ ভুলোট গ্রামের নিসার আলী জানান, বুধবার দুপুরের দিকে স্থানীয় লোকজন নদীতে গোসল গেলে নিহতের লাশ দেখে বিজিবিকে খবর দেয়। ঘটনাস্থলে বিজিবি গিয়ে লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান খান জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কি জন্য হত্যা করা হলো কারা হত্যা করলো ময়নাতদন্তের রিপোট না দেখে নিশ্চিত করা যাচ্ছে না। তবে তার বুকে গুলির চিহ্ন রয়েছে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার