করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে র্যালি ও মাস্ক বিতরণ করেছে ফুলবাড়ী সাহিত্য সাংস্কৃতি ও নাট্য সংগঠন।
বুধবার বেলা ১১টায় এ জনসচেতনামূলক র্যালি ও মাস্ক বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী।
র্যালিটি ফুলবাড়ী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, বাসস্ট্যান্ড ফুলবাড়ী সাহিত্য সাংস্কৃতি ও নাট্য সংগঠন অস্থায়ী কার্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়। এ সময় রাস্তায় চলাচলরত পথচারী ও রিক্সাচালকদের মাঝে মাস্ক বিতরণ করেন ফুলবাড়ী সাহিত্য সাংস্কৃতি ও নাট্য সংগঠনের নেতাকর্মীরা।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী বলেন, বৈশিক করোনাভাইরাস প্রাদুর্ভাবে সরকারের পাশাপাশি আমাদের সচেতনা ও সর্তকতার সাথে একযোগে মোকাবিলা করতে হবে। শুধু আইন প্রয়োগকরে মানুষকে সাস্থ্যবিধি মানা সম্ভাব নয়, এই জন্য প্রয়োজন জনসচেতনা বৃদ্ধি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেতদিঘী ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ আব্দুল কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগ নেতা কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও ফুলবাড়ী সাহিত্য সাংস্কৃতি ও নাট্য সংগঠনের উপদেষ্ঠা প্রভাষক আবু শহীদ, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জলসহ ফুলবাড়ী সাহিত্য সাংস্কৃতি ও নাট্য সংগঠনের সদস্যরা।
বিডি প্রতিদিন/আল আমীন