নাটোরের বড়াইগ্রামের সমতলে বসবাসকৃত আদিবাসী ও নৃগোষ্ঠি পরিবারের বিদ্যালয়গামী শিক্ষার্থীরা পেয়েছে বাইসাইকেল। বুধবার দুপুরে নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস প্রধান অতিথি হিসেবে ৩০ জন শিক্ষার্থীকে এই বাইসাইকেল প্রদান করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ, পৌর মেয়র কেএম জাকির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি ও অন্যান্য সুধীজন।
প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় ১০১৯-২০ অর্থ বছরে উপজেলার আদিবাসী ও নৃগোষ্ঠি পরিবারের ২০ জন ছাত্রী ও ১০ জন ছাত্রকে এই বাইসাইকেল প্রদান করা হয়।
শিক্ষার্থীরা বাইসাইকেল পাওয়ার পর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে একটি আনন্দ র্যালি করে। র্যালিটি বনপাড়ার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/হিমেল