১০ জুন, ২০২০ ১৯:২৩

খুলনায় যৌন হয়রানির ঘটনায় মাদরাসা শিক্ষক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

খুলনায় যৌন হয়রানির ঘটনায় মাদরাসা শিক্ষক গ্রেফতার

খুলনার পাইকগাছায় গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগে মাদরাসা শিক্ষক মো. মেহেরুল্লাহ শেখকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে তাকে পাইকগাছার নাছিরপুর রেজাকপুর বাইতুলনূর আয়েশা বুকমি হাফেজিয়া মাদরাসা থেকে গ্রেফতার করা হয়। তিনি ওই মাদরাসার শিক্ষক। 

এর আগে মঙ্গলবার রাতে তার বিরুদ্ধে পাইকগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। মেহেরুল্লাহ শেখ সাতক্ষীরার তালা খলিল নগর এলাকার একিম শেখের ছেলে। 

জানা যায়, মঙ্গলবার সকালে ছেলের পড়াশোনার জন্য মাদরাসায় গেলে শিক্ষক মেহেরুল্লাহ শেখ ওই গৃহবধূকে কু-প্রস্তাব দেয়। এক পর্যায়ে অফিস কক্ষের দরজা বন্ধ করে তাকে যৌন হয়রানি করে। 

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এজাজ শফী বলেন, এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে মেহেরুল্লাহ শেখকে গ্রেফতার করে।     

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর