ভাঙ্গায় করোনার উপসর্গ নিয়ে ৩৫ বছর বয়সী একটি ওষুধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধির মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর ৪টার দিকে ভাঙ্গা পৌরসভার ছিলাধর মহল্লার একটি ভাড়া বাড়িতে মারা যান তিনি। গত ছয় দিন ধরে তিনি জ্বর, শ্বাসকষ্ট, গলা ব্যথাসহ বিভিন্ন উপসর্গ নিয়ে ভুগছিলেন।
গত আট বছর ধরে তিনি স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে ভাঙ্গা পৌরসভার ছিলাধর মহল্লার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তার মূল বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার একটি গ্রামে।
বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুর রহমান খান বলেন, মৃত ওই ব্যক্তির করোনা ভাইরাস ছিল কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে স্বাস্থ্য বিধি মেনে তার মৃতদেহ ভাঙ্গা ঈদগাঁ কবরস্থানে দাফন করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল